হিমাগারে সংরক্ষিত আলু নিয়ে বিপাকে কুড়িগ্রামের কৃষক ও ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে চরম বিপাকে পড়েছে কুড়িগ্রামের কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন ও সংরক্ষণ খরচের চেয়ে কম দামে আলু বিক্রি করতে চাইলেও ক্রেতা না পেয়ে হতাশ তারা। এদিকে, বাজারে আলুর দাম স্বাভাবিক হবে বলে আশা কৃষি বিভাগের।
চলতি মৌসুমে জেলার ৫টি হিমাগারে প্রায় ৫০ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করে ৯ উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা। এরমধ্যে ৩ ভাগের এক ভাগ আলু অবিক্রিত থাকতেই বাজারে কমেছে আলুর চাহিদা। অন্যান্য বছর এ সময় আলুর দাম বাড়তি থাকলেও এবছর দ্রুত শীতকালীন সবজি ওঠায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে লোকসান দিয়েও আলু বিক্রি করতে পারছেনা ব্যবসায়ীরা।
লাভের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেছিল ব্যবসায়ীরা। কিন্তু হঠাৎ দাম পড়ে যাওয়ায় লোকসানের মুখে তারা।
নতুন আলু কিছু দিনের মধ্যে বাজারে আসলে হিমাগারে এখনো পর্যাপ্ত আলু মজুদ আছে বলে জানান হিমাগারের এই কর্মকর্তা।
এতে ক্ষতিগ্রস্থ হবেন হিমাগার মালিকরাও। এ অবস্থায় সরকারী ব্যবস্থাপনায় আলু রপ্তানীর দাবি এই হিমাগার পরিচালকের।
নতুন আলু আসার আগেই বাজার স্বাভাবিক হওয়ার পাশাপাশি হিমাগারে রাখা আলু বিক্রি হওয়ার কথা জানান, কৃষি বিভাগের এ কর্মকর্তা।
মানুষের খাদ্য তালিকার অন্যতম উপকরন আলুর বাজার টিকিয়ে রাখতে সরকারী সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। তা না হলে আগামীতে আলু উৎপাদনে চাষিরা আগ্রহ হারাবেন বলে জানান।