হিলি চেকপোষ্টে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু

- আপডেট সময় : ০৫:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬২৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের হিলি চেকপোষ্টে ইনফারেক্ট নন-কন্ট্রাক্ট অটোমেটিক থার্মোমিটারের মাধ্যমে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু করেছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম।
সকাল থেকে হিলি চেকপোষ্টে আসা পাসপোর্ট যাত্রীদের এই স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। এর আগে হিলি চেকপোষ্টে সাধারণ থার্মোমিটার দিয়ে যাত্রীদের জ্বর পরীক্ষা করা হলেও এখন ইনফারেক্ট নন-কস্ট্রাক্ট অটোমেটিক থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে। এতে দ্রুততম সময়ের মধ্যে জ্বর মাপা সহজেই সম্ভব হচ্ছে। পাশাপাশি যাত্রীদের প্রতিরোধমুলক ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি- সেকেন্দার আলী জানান, হিলি চেকপোষ্ট দিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। প্রতিদিন গড়ে ৪ থেকে ৫শ’ দেশী-বিদেশী যাত্রী বর্তমানে এপথে যাতায়াত করছে।