হিলি সীমান্তে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি সীমান্তে শ্রদ্ধাঞ্জলি বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।
সকাল ৯টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি ও বিএসএফে’র উপস্থিতিতে ভারতের পক্ষে দেশটির উজ্জীবন সোসাইটির সাধারণ সম্পাদক সুরুজ দাস ও বাংলাদেশের পক্ষে হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলি ও সাপ্তাহিক আলোকিত সীমান্তের সম্পাদক জাহিদুল ইসলাম এই শ্রদ্ধাঞ্জলি বিনিময় করেন। পরে সেখানে দু’দেশের শিল্পীরা কবিতা আবৃতি ও গান পরিবেশন করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে তারা।