হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে । সকাল সাড়ে এগারোটায় ভারতীয় পণ্য নিয়ে তিনটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে ।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, এর আগে ২ মে থেকে ঈদুল ফিতর এর জন্য টানা ছয় দিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল । সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে । এদিকে হিলি ইমিগ্রেশন জানায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই পথ দিয়ে যাত্রী পারাপার যথারীতি অব্যাহত ছিল ।