হিলিতে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাহিলি কাস্টমস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে শুভেচ্ছা জানিয়েছে ‘বাংলাহিলি কাস্টমস’।
সকালে হিলি সীমান্তে চেকপোস্টে শূন্যরেখায় ফুল ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম শুভেচ্ছা জানান ভারত হিলি কাস্টমস সুপারিনটেনডেন্ট সনজিত কুমারকে। সাইদুল আলম বলেন, দু’দেশের কাষ্টমসের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের কারণে বন্দরের রাজস্ব আহরণ বেশী হয়েছে। এসময় সেখানে বাংলাহিলি ও ভারত হিলি কাস্টমস কর্মকর্তা, কর্মচারী, বিজিবি, বিএসএফের এর সদস্যরা উপস্থিত ছিলেন।