হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তদন্তে যারাই দোষী চিহ্নিত হবে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মোদীর আগমনকে কেন্দ্র করে মামুনুল হকসহ হেফাজত নেতারা ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য রাখেন। ওইদিন ঢাকা ছাড়াও চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়া, আর ২৮ মার্চ এ দুই এলাকাসহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ৩ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁও রিসোর্ট কাণ্ডের পর, মুন্সিগঞ্জের গজারিয়া ও সুনামগঞ্জের ছাতকে সহিংসতা চালায় হেফাজত সমর্থকরা।
তারা বেপরোয়া ভাঙচুর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নে আগুন দেয়। তবে ২৬ মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সোমবার। সাংবাদিকদের সঙ্গে সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাশকতার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে যেই দোষী বলে চিহ্নিত হবে, তাকেই শাস্তির আওতায় আনা হবে।
শনিবার সোনারগাঁওয়ে এক নারীকে নিয়ে অবরুদ্ধ হওয়ার পর মামুনুল হক তাকে দ্বিতীয় স্ত্রী দাবি করে ফেসবুক লাইভে এলেও তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তার অবস্থান সম্পর্কে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামুনুল পুলিশী হেফাজতে নেই।