হেফাজতে ইসলাম বাংলাদেশ ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আমীর পদে আল্লামা জুনাইদ বাবুনগরীকে বহাল রেখে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মহাসচিব করা হয়েছে হাফেজ মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে। কমিটি থেকে বাদ দেয়া হয়েছে বিতর্কিত মামুনুল হককে।
সোমবার বেলা ১১টায় রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নয়া কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আছেন হেফাজতের প্রয়াত আমীর শাহ আহমদ শফীর বড় ছেলে ইউসুফ মাদানী। তিনি হয়েছেন সহকারী মহাসচিব। এছাড়া জহুরুল ইসলামও একই পদে স্থান পেয়েছেন। কমিটি থেকে বাদ পড়েছেন- সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়া হেফাজত নেতারা।