হেফাজতে ইসলামের হরতালে জনজীবনে ভোগান্তি
- আপডেট সময় : ০৫:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের ডাকা হরতালে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। রাজধানীর টার্মিনালগুলো থেকে দুর পাল্লার যান চলাচলের সংখ্যা কম থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন । হরতাল কর্মসূচি অনেকের অজানা থাকায় বিড়ম্বনার শিকার হয়েছেন তারা। তাই, হরতালের বিরোধিতাও করছেন কেউ কেই। আর পরিবহন শ্রমিকদের দাবি, করোনার মাঝে হরতাল তাদের আয়ের পথে বড় বাধা। আর পুলিশ জানান, অন্য দিনের তুলনায় দুর পাল্লার যান চলাচল কিছুটা
কয়েক বছর পর আবারো হরতাল ইস্যুতে রাজপথে জ্বলছে আগুন।স্বাধীনতার ৫০ বছরে সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিনে হেফাজতের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত ও আহতের প্রতিবাদে বোরবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম।অনেকদিন পর এমন কর্মসূচির কারণে কারণে উত্তপ্ত হয়ে উঠে রাজপথ। রাজধানীর সড়কে অন্যদিনের ন্যায় যান চলাচল ছিলো কম।
রাজধানীর মহাখালী, গাবতলী ও সাযেদাবাদে বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েন দুর গন্তব্যের যাত্রীরা ।হরতাল কর্মসূচি নিয়ে নিজস্ব অভিব্যক্তির কথা তুলে ধরেন কেউ কেউ।পরিবহন শ্রমিকরা বলছেন, করোনার মধ্যে আবার হরতাল কর্মসূচি দৈনিক ইনকামে বড় বাধা।
আর পুলিশ বলছেন, হরতারের প্রভাব টার্মিনালে না পড়লেও অন্য দিনের তুলনায় দুরপাল্লায় ছেড়ে যাওয়া যানের সংখ্যা কম।এদিকে, হরতালের বিপক্ষে প্রতিবাদ মিছিল করেছে যুবলী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।