হেফাজতের ব্যানারে বিএনপি-জামাতের তান্ডব আড়াল করতেই বিএনপি নেতারা মিথ্যাচার করছেন : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
হেফাজতের ব্যানারে বিএনপি-জামাতের তান্ডব আড়াল করতেই বিএনপি নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির সময় হেফাজতের তান্ডবকে অস্বীকার করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা করছে দলটি।
দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। ‘মার্চের তান্ডব হেফাজত নয়, আওয়ামী লীগেরই সাজানো’– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। সরকার পতন নিয়ে মির্জা ফখরুলের অপর এক মন্তব্য হাস্যকর উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি নেতারা প্রলাপ বকছেন। জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানীদের সহযোগিতা করেছেন। গণমাধ্যমকর্মী আইন প্রণয়নে অগ্রগতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আইনটির চূড়ান্ত খসড়া, খুব দ্রুত আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে মন্ত্রিসভায় যাবে।