হেরে যাবে বলেই বিএনপি নির্বাচনে না এসে বানচাল করতে অগ্নি সন্ত্রাস করছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
হেরে যাবে বলেই বিএনপি নির্বাচনে না এসে বানচাল করতে অগ্নি সন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনে অভ্যস্ত নয়, কারন ভোট চুরি আর কারচুপি তাদের আমলেই সৃষ্টি। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ মানুষের কাছে যে ওয়াদা করে তা রক্ষা করে জানিয়ে তিনি বলেন, এদেশের যত কল্যাণ সব আওয়ামী লীগের হাতেই হয়েছে এবং আগামীতে এ ধারা অব্যাহত থাকবে ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও টানা চতুর্থবার সরকার গঠনের পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বসে এ যৌথ সভা। দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতারা এ সভায় অংশ নেন।
নির্বাচনে হার–জিত মেনে নিয়েই সকলকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের দ্বন্দ্বে বিএনপি যেন সুযোগ না পায় সেজন্য সতর্ক থাকতে হবে।\
আওয়ামী লীগ সভাপতি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মানুষ খুন করার চিরাচরিত রীতি বিএনপির আগেও ছিলো এখনো রয়েছে।
দ্রব্যমুল্য নিয়ন্ত্রণসহ দেশের মানুষকে ভালো রাখার জন্য প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সরকার প্রধান।
নিজস্ব সম্পদ ব্যবহারের মাধ্যমে দেশকে আত্মনির্ভরশীল করার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শেখ হাসিনা।