হেলেনা জাহাঙ্গীর গ্রেফতারের পর একে একে বের হয়ে আসছে সব নতুন নতুন তথ্য
- আপডেট সময় : ০২:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগে পদ হারানো ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীর গ্রেফতারের পর একে একে বের হয়ে আসছে সব নতুন নতুন তথ্য। নামে বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে তিন ডজন বাড়ি, গাড়ী সহ অটেল সম্পত্তি। সাম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে নতুন সংগঠন করে আলোচনা-সমালোচনার জন্ম দেয় হেলেনা জাহাঙ্গীর।
কখনও গায়িকা আবার কখনও সাংবাদিক, কখনও রাজনীতিবীদ আবার কখনও ব্যবসায়ী। বেশ কয়েক বছরে থেকেই আলোচনা-সমালোনার জন্ম দেয়া হেলেনা জাহাঙ্গিরের সাথে রয়েছে বিতর্কিত ব্যক্তিদের সর্ম্পক। রয়েছে নামে বেনামে কয়েক’শ কোটি টাকার সম্পত্তি।
গ্রেফতার হবার পর রেব জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য এবং বাস্তবের মধ্যে অমিল থাকায় হেলেনা জাহাঙ্গীরের বিরেদ্ধে অর্থ পাচার, অবৈধ আয় এবং সম্পত্তির বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফাইল হস্তান্তরের কথা জানা রেব।
জয়জাত্রা ফাউন্ডেশানের নিবন্ধন সরকারীভাবে নেয় হলেও এর হিসেব নিয়ে রয়েছে গরমিল। ফাউন্ডেশানের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই,পরিবারের সদস্যদের নামের অর্থলেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও জয়যাত্রার টেলিভিশানের নিয়োগ বানিজ্যে এবং প্রতিনিধিদের কাছ থেকে অবৈধ ভাবে টাকা হাতিয়ে নেয়ার তথ্যও রয়েছে আইনশৃঙ্খলা বাহীনির হাতে।
গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে অস্ট্রিয়া প্রবাসী সমালোচিত বাংলাদেশি নাগরিক সেফাত উল্লাহ সেফুদার নিয়মিত যোগাযোগ ও আর্থিক লেনদেনর তথ্য এসেছে আইনশৃঙ্খলা বাহীনীর হাতে। বিতর্কিত সেফুদা তার ফেইজবুক লাইভে এসে বলেছেন হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে তার টাকা নয়, হৃদয়ের লেনদেন ছিলো।