হোয়াইট হাউজের পাশে গুলির ঘটনায় দ্রুত সরিয়ে নেয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে
- আপডেট সময় : ০২:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
হোয়াইট হাউজের পাশে গুলির ঘটনায় দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ওই সময় হোয়াইট হাউজে একটি প্রেস কনফারেন্সে কথা বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই সংবাদ সম্মেলন থেকে হঠাৎ করে সরিয়ে নিয়ে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা।
এরপর পুরো হোয়াইট হাউজ লকডাউন করে দেয়া হয় এবং সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়। এর প্রায় নয় মিনিটের মাথায় সংবাদ সম্মেলনে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প।সেখানে সাংবাদিকদের তিনি বলেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউজের পাশে অস্ত্রধারী কাউকে গুলি করেছে। একজনকে হাসপাতালে নেয়া হয়েছে এবং সবকিছু নিয়ন্ত্রণে আছে। এরপর সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, “সিক্রেট সার্ভিস নিশ্চিত করছে যে একটি গুলির ঘটনা ঘটেছে। একজন পুরুষ সন্দেহভাজন এবং সিক্রেট সার্ভিসের একজন সদস্য দুজনকেই হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে, শহরের জরুরী বিভাগ জানিয়েছে গুলিতে আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন।