হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:০১:১০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। সাকিব নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড ৫০ রানে হারিয়েছে টাইগাররা। হারলেও ২-১ ব্যবাধনে সিরিজ জিতেছে ইংলিশরা। যদিও ২৪৭ রানের লক্ষ্যতে ভালো শুরু পায় সফরকারীরা।
৫৪ রানের জুটি গড়েন জেসন রয় ও ফিল সল্ট। পরে এই দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। মালানকেও টিকতে দেননি একাদশে প্রথমবার সুযোগ পাওয়া ইবাদত। চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটিতে প্রতিরোধ গড়লেও সাকিবের বোলিং তোপে ভয়ঙ্কর হতে পারনেনি। ভিনসের পর রেহানকে ফিরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট নেন সাকিব। মাঝে উইকেট নেয়ার মিছিলে যোগ দেন মিরাজ ও তাইজুল। এর আগে, বাজে ব্যাটিংয়ে হতাশ করেছেন লিটন দাস ও তামিম ইকবাল। শূন্য রানে ফিরেছেন লিটন, ১১ রানে আউট তামিম। তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে উঠার চেস্টায় মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত। এই দুইয়ের ৯৮ রানের জুটি ভাঙ্গে নাজমুল শান্ত ৫৩ রান করে রান আউটে ফিরলে। ৭০ রানে আউট হন মুশফিক। এরপর দলের হাল ধরেন সাকিব। যার ৭৫ রানে ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ।