হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের
- আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। উইকেট রক্ষক নুরুল হাসান সোহানও অবডোমিনাল ইনজুরিতে ভুগছেন। এতো ইনজুরির মাঝে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ গঠন করার মূল চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের।
সুপার টুয়েলভে টানা তিন ম্যাচে হেরে বিধ্বস্ত বাংলাদেশ দল। ধকল কাটাতে টানা দ্বিতীয় দিনের মতো বিশ্রামে ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সোমবার একদিন অনুশীলন করবে মাহমুদউল্লাহরা। ম্যাচ ভেন্যু দুবাইয়ের আইসিসি’র একাডেমি মাঠে।
খেলায় জয় পরাজয় আছেই। কিন্তু আত্মবিশ্বাস হারানো টাইগাররা তাদের একের পর এক ব্যর্থতা, জয়ের দ্বারপ্রান্তে থেকেও না জেতার আক্ষেপ…. সব মিলিয়ে যেন ক্লান্ত আর পরিশ্রান্ত বাংলার বাঘেরা।
মানসিক ও শারিরীক দুদিক থেকেই ঝামেলায় বাংলাদেশ দল। সাইফুদ্দিন-সোহানের পর ইনজুরিতে অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাজে ফিল্ডিং ও ব্যাটিং ধারাবাহিকভাবে বাজে পারফরমেন্সে এবারের বিশ্বকাপে চড়া মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। তবে পরের ম্যাচগুলোতে এমন ভুলের পুনরাবৃত্তি করতে চায় না মাহমুদউল্লাহর দল।।
স্বস্তি পেতে সুপার টুয়েলভে অনন্ত একটা জয় দরকার টাইগারদের।