সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা, দিনাজপুর ও বাগেরহাটে তিনজন নিহত
- আপডেট সময় : ১২:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা, দিনাজপুর ও বাগেরহাটে তিনজন নিহত হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় আরাফাত বিশ্বাস নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। গেলো রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামে ভুট্টাবাহী ট্রলির নিচে পড়ে মোহাম্মদ রাসেল নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গেল রাত সাড়ে ১০টার দিকে ভুট্টাভর্তি ট্রলি নিয়ে বিরল আসার পথে মাধববাটি এলাকায় রাস্তায় বাক নেয়ার সময় ট্রলি থেকে ছিটকে ওই ট্রলির নীচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, বাগেরহাটে এলপিজি গ্যাসবাহী ট্রাকের চাপায় দুবাই বাংলাদেশ ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির কর্মকর্তা কাওছার গাজী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার মিরাখালী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। রামপালের ফয়লাহাট ফাড়ির এসআই লুৎফর রহমান জানান, অফিস শেষে মোংলা থেকে মোটরসাইকেল যোগে খুলনা ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার মিরাখালীতে পিছন থেকে এলপিজি গ্যাসবাহী একটি ট্রাক কাওছার গাজীকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।