১ কেজি চালের চেয়েও এখন বেশি দামে কিনতে হচ্ছে আলু
- আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
এক কেজি চালের চেয়েও এখন বেশি দামে কিনতে হচ্ছে আলু। পর্যাপ্ত মজুদ আর আমদানির পরেও কমছে না দাম। প্রান্তিক কৃষকের ঘরের আলু শেষ হওয়ায় এখন বাজারের নিয়ন্ত্রণ চলে গেছে মধ্যস্বত্বভোগীদের হাতে। তবে মৌসুমের শেষে দাম আরো বাড়তে পারে এমন আশঙ্কা ব্যবসায়ীদের।
কয়েক বছর আগেও স্লোগান ছিল বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। এখন সেই আলুর দাম চালের দামকেও ছাড়িয়েছে। ভরা মৌসুমেও আলু ৫০ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। কৃষকের ঘরে এখন আর আলু নেই।হিমাগার মালিক আর ব্যবসায়ীদের হাতে আছে আলু। গেল বছর আলুর কেজি ৭০ টাকা উঠলেও এবার সে দামও ছাড়িয়ে যেতে পারে। কৃষকদের অভিযোগ, হিমাগার ভাড়া গতবছর ছিল ২৮০ টাকা বস্তা। এবার সেটা বাড়িয়ে করা হয়েছে ৩৬০ টাকা। সেই সঙ্গে বেড়েছে চাষাবাদ খরচ।
আলুর বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে ,জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে প্রতি কেজিতে আলু উৎপাদন খরচ হয়েছে ১২ থেকে ১৩ টাকা। আর বগুড়ার ৪২টি হিমাগারে পর্যাপ্ত আলুর মজুদ রয়েছে।