১০ দিন সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সরকার জনগণের অধিকার হরণ করেছে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ঢাকায় ১০ দিন সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সরকার জনগণের অধিকার হরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের চেতনার সাথে স্বাধীনতার চেতনার মিল নেই বলেই বিভিন্ন রাজনৈতিক দলকে সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সরকারের কাছে শুধু জনগণই নয়– মুক্তিযোদ্ধারাও লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে একাত্তুরে দেশ স্বাধীন করা হলেও সাধারণ মানুষকে তার সুফল ভোগ করতে দিচ্ছে না আওয়ামী লীগ। তারা কেবলই বাগাড়ম্বর করছে।