১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আলটিমেটাম ইসলামী আন্দোলনের
- আপডেট সময় : ১০:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগে আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমীর মুফতি মুহাম্মদ সৈয়দ রেজাউল করিম এক সপ্তাহের মধ্যে বিএনপি নেতাদের মুক্তিসহ ৪ দফা কর্মসূচি ঘোষনা করেন। বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে নির্বাচন আয়োজনের নীল নকশা বাস্তবায়ন হতে দেয়া হবে না। দলের নায়েবে আমীর সৈয়দ ফলজুল করিম বলেন, সংঘাত চায় না ইসলামী আন্দোলন, তবে, জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের প্রস্তত থাকতে হবে।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংসদ ভেঙ্গে, নির্বাচনকালিন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে যোগ দেন মহানগরসহ সারাদেশ থেকে আসা সংগঠনের নেতাকর্মীরা। কাকরাইল হয়ে মৎস ভবন হাইকোর্ট ও শাহবাগ এলাকায় সড়ক ছিল তাদের দখলে। যেকোন কর্মসূচি পালনে নিজেদের সংকল্পের কথা জানান সংগঠনটির তৃনমূলের নেতাকর্মীরা। ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি মুহাম্মদ সৈয়দ ফয়জুল করিম অভিযোগ করেন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগের কর্মীরা পুলিশকে হত্যা করেছে। হরতাল-অবরোধে যানবাহনেও আগুন দিয়েছে তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমীর মুফতি মুহাম্মদ সৈয়দ রেজাউল করিম হুশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দল ও আলেমদের গ্রেফতার করে ষড়য়ন্ত্রের নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না। ৩ নভেম্বর সরকারের মেয়াদ শেষ জানিয়ে সংগঠনের আমীর ১ সপ্তাহের মধ্যে দাবি না মানলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করা হবে। আন্দোলনে নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন মুফতি সৈয়দ রেজাউল করিম।