১০টি পাটকল বরাদ্দ, উৎপাদন শুরু দুটিতে : জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
১০টি পাটকল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে দুটি উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বন্ধ পাটকল চালু করতে সরকারি সিদ্ধান্ত মেনে আরো তিনটি জুট মিল বরাদ্দ দেয়ার কাজ প্রক্রিয়াধীন বলেও জানান মন্ত্রী।
দুপুরে নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি। মন্ত্রী আরো বলেন, পাটকল করপোরেশন ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও পণ্য রপ্তানি কার্যক্রম শুরু করেছে। এসব মিলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে। ইতোমধ্যে ৩টি জুট মিল ভাড়াভিত্তিক ইজারা দেয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই সবক’টি প্রতিষ্ঠান থেকে শতভাগ রপ্তানীমুখী পণ্য উৎপাদনে সরকার বদ্ধ পরিকর বলে জানান মন্ত্রী।