১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাজার সংরক্ষন বাধঁটি এক বছর যেতে না যেতেই ধসে গেছে

- আপডেট সময় : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী আকিলশাহ বাজার রক্ষার্থে কুশিয়ারা নদীর ভাঙ্গণ রোধে, পানি উন্নয়ন বোর্ডের অধীনে সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাজার সংরক্ষন বাধঁটি এক বছর যেতে না যেতেই ধসে গেছে। নিম্নমানের কাজ করায় এমনটি হয়েছে বলেই দাবি সকলের। দ্রুত বাঁধটি পূর্ণ:সংস্কারের দাবি জানিয়েছে বাজার কমিটিসহ এলাকাবাসী।
গেল বছর পানি উন্নয়ন বোর্ডের অধীনে কালো তালিকাভুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুশিয়ারা নদীর ভাঙ্গনের কবল থেকে ঐতিহ্যবাহী আকিলশাহ বাজার রক্ষায় বাঁধ নির্মাণ করা হয়। এক বছরের মাথায় নির্মিত ৪শ মিটারের মধ্যে ২শ মিটারই ভেঙ্গে নদীগর্ভে বিলীন হওয়ায় ঝুঁকির মুখে আকিলশাহ বাজার ও আশপাশের বসতবাড়ী। এলাকাবাসী ও বাজার কমিটির সদস্যদের দাবি, নিম্নমানের কাজের কারণে এমনটি হয়েছ। তারা দ্রুত বাঁধের ভেঙে যাওয়া অংশ পুণ:নির্মানের দাবি জানান।
ঠিকারারী প্রতিষ্ঠান গুডম্যান এন্টারপ্রাইজের বক্তব্য জানতে চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে ‘পানির মধ্যে কাজ করলে সমস্যা হতে পারে’-এমন দাবি করে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, চুক্তির শর্ত অনুযায়ী, ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পূণ: সংস্কার করে দেবে। সরকারের সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে আকিলশাহ বাজারের ভাঙ্গণ রক্ষা বাঁধটি দ্রুত ঠিকাদারী প্রতিষ্ঠান করে দিবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।