১১ হাজার ৪২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
১১ হাজার ৪২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফি করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, সেতুর আশপাশে বালু উত্তোলন বা বালুমহাল না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদিত প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৪টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।