১১তম দিনেও ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন
- আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
১১তম দিনেও ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। যুদ্ধের ইতি টানতে তৃতীয় দফা আলোচনা শুরু হতে যাচ্ছে কাল। এদিকে যুদ্ধ বন্ধের পক্ষে একমত হয়ে জার্মান ও ইসরায়েল বলছে অল্প সময়ের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করতে হবে। ইউক্রেনকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা না দিতে হুঁশিয়ারী দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনে রুশ হামলার জেরে চলমান যুদ্ধ ‘যত দ্রুত সম্ভব বন্ধ করতে’ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে জার্মানি ও ইসরায়েল। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে স্থানীয় সময় রোববার বার্লিনে দেখা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। দেড় ঘণ্টা দুই নেতা বৈঠক করেন। জার্মান সরকার এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে।
হামলার ১২তম দিনে যুদ্ধের ইতি টানতে তৃতীয় দফা আলোচনা শুরু হতে যাচ্ছে কাল। ফেসবুকে আলোচনার তথ্য জানান আগের দুই দফায় আলোচনায় অংশ নেয়া এক ইউক্রেনীয়ান।
ইউক্রেনকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা না দিতে হুঁশিয়ারী দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কড়া জবাব দিতে মস্কো বাধ্য হবে বলেও জানান তিনি।
এছাড়া বেলারুশে শান্তি আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেনিস কিরিভ খুন হয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনজুড়ে হাসপাতালে চিকিৎসাসেবা হুমকির মুখে পড়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ ব্যাহত হওয়ায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও স্টাফরা। যুদ্ধের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।