১২ জুন পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০২:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
১২ জুন পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বৈজ্ঞানিকভাবে সঠিক হবে না।
মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় আগামী ২০২১-২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করবে। তারপর পরীক্ষায় অংশ নেবে। শিক্ষামন্ত্রী আরো জানান, ২০২১ সালে এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবে। এর আগে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় খোলা হবে আবাসিক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের টিকা দেয়ার পর।