১২ জেলায় ২৪ ঘণ্টায় আরো ৩০৭ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ১২:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, বগুড়া, গোপালগঞ্জ, ফেনী ও ময়মনসিংহসহ ১২ জেলায় ২৪ ঘণ্টায় আরো ৩০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ২১৫ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। রাতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
বগুড়ায় দুই নার্সসহ নতুন করে আরো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৩৬ জন পুরুষ এবং ১৪ জন নারী। এ নিয়ে বগুড়ায় ২৪০ জন করোনায় আক্রান্ত হলেন।
গোপালগঞ্জে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে।
ফেনীর দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। এছাড়া মৃত্যু হয়েছে ২ জনের।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৫ জন এবং ত্রিশালের ২ জন। এ নিয়ে জেলায় ৪০৫ জনের করোনা শনাক্ত হলো। আর এ পর্যন্ত করোনায় মারা গেছে ৬ জন এবং সুস্থ হয়েছেন ১৪৭ জন।
নেত্রকোনায় দুই নারীসহ ৫ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ২শ’ ১৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
মৌলভীবাজারে নতুন করে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১০৩ জনের করোনা শনাক্ত হলো।
গাইবান্ধায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ জনে দাঁড়ালো।
ঠাকুরগাঁওয়ে নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সাতক্ষীরায় ২৪ ঘন্টায় সদর উপজেলার ১ জন, কলারোয়া উপজেলায় ২ জন এবং দেবহাটা উপজেলার ১ জনসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ জন।
সিরাজগঞ্জে আরও এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত, এ নিয়ে চার পুলিশ সদস্য সহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৫ জনে
গেল ২৪ ঘন্টায় পাবনায় আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে পাবনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে।