১২ জেলায় ৫০ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় ৯ জন, চট্টগ্রামে ৬, মাদারীপুরে ৪, ময়মনসিংহে ৪, দিনাজপুরে ৩, গাইবান্ধায় ৩, মৌলভীবাজারে ২, হবিগঞ্জে ২, গোপালগঞ্জে ১ ও মানিকগঞ্জে ১ জনসহ ১২ জেলায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
নেত্রকোনায় ৫ স্বাস্থ্যকর্মীসহ আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তরা হচ্ছে, কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ও পুর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারসহ চার স্বাস্থ্যকর্মী এবং আটপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের ৩ জন।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৬ রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে ৩ জন চট্টগ্রামের, আর ৩ জন বিভিন্ন জেলার বাসিন্দা। আক্রান্ত রোগীদের বাসাসহ আশপাশের কয়েকটি ভবন লকডাউন ঘোষণা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ বছরের এক শিশুসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হলো ৩৬ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ চিকিৎসক ও ৩ জন স্বাস্থ্যকর্মী।
দিনাজপুরে নতুন করে আরো এক শিশুসহ একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশু সন্তানসহ ৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এরা কাহারোল উপজেলার ১২ মাইল এলাকার শাহীনগর গ্রামের বাসিন্দা। এদিকে, সৈয়দপুর ইসলামী ব্যাংকে কর্মরত এক ব্যাংকারের করোনা সনাক্ত হয়েছে। তার বাড়ি পার্বতীপুর উপজেলার রামপুরা ইউনিয়নে।
গাইবান্ধায় নতুন করে ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গোবিন্দগঞ্জের ২ জন ও সুন্দরগঞ্জে একজন চিকিৎসকসহ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখন ২২ জনে দাঁড়িয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে নতুন আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কমলগঞ্জের সুনছড়া চা বাগানে গত ২৭ এপ্রিল মারা যাওয়া চা-শ্রমিক চৈতু কর্মকারের করোনা সনাক্ত হয়েছে। অপরজন শ্রীমঙ্গলে ১২ বছরের এক কিশোর। সে নরসিংদী থেকে শ্রীমঙ্গলে আসে।
হবিগঞ্জে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে আক্রান্ত ২ জনের মধ্যে ১ জন বাহুবল ও ১ জন লাখাই উপজেলার বাসিন্দা। এর মাঝে ১ জন পুরুষ ও ১ জন নারী।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক নারীর করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন জানান, ১২ দিন আগে করোনা আক্রান্ত ওই নারী ঢাকা থেকে উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামে আসেন।
মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় পোশাক কারখানার এক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জেলার সাটুরিয়া উপজেলায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ডবয় ও ওই হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মীসহ জেলায় করোনা শনাক্ত হয়েছে আরও তিনজনের। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে হলো ১৪ জন।
এদিকে, ঝালকাঠিতে নতুন করে আরো দু’জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ। দু’জনই পৌর এলাকার বাসিন্দা।