১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঈদ-উল-ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম।
পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানিয়েছেন, বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য ১০মে থেকে ২১ মে পর্যন্ত বন্ধ থাকবে। বন্দরের নিয়মানুযায়ী ২২ মে থেকে সরকারি দপ্তরের সকল কার্যক্রম যথারীতি চালু হবে। এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলে কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দর ও রৌমারী নতুন স্থল বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম ৬ দিন বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সকল কার্যক্রম আজ ১০ মে থেকে ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে। সোনাহাট স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রাকিব আহমেদ জুযেল বিষয়টি জানয়েছেন।