১২ মের মধ্যে চীনের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
১২ মের মধ্যে চীনের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পাশাপাশি তিনি আরো বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার বিকল্প এখনো অনিশ্চিত। তবে জরুরী ভিত্তিতে টিকা আনার বিষয়ে অন্যদেশগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। অন্যদিকে সচিবালয়ে টিকা আমদানির সবশেষ অগ্রগতি নিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বলেন, স্বল্পতম সময়ের মধ্যে দেশে টিকা আমাদানির জন্য সর্বাত্মক চেষ্টা করছে সরকার।
করোনার উর্ধ্বগতির কারণে টিকা নিয়ে নিজদেশেই হিমশিম খাচ্ছে ভারত। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে টিকা পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। পরিস্থিতি এমন, দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় থাকা লোকজনের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করাই এ মুহূর্তে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে টিকা নিয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে সচিবালয়ে টিকা আমদানির সবশেষ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।
এসময় রাশিয়া থেকে টিকা আমাদানি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর এড়িয়ে যান, স্বাস্থ্যসেবা বিভাগের এই সচিব।