১৩ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
- আপডেট সময় : ০৮:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ১৭৩০ বার পড়া হয়েছে
করোনার নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তাবলীগ জামায়াতের বৃহত্তম সম্মেলন ঘিরে টঙ্গির তুরাগ নদীর পাড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। তাবু প্যান্ডেলের পাশাপাশি অযু-গোসল ও টয়লেট স্থাপনের কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। তীব্র শীতকে উপেক্ষা করে নির্মাণ কাজে অংশ নিতে পেরে সন্তুষ্ট তারা। আর, নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর স্থাপনের কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা
তাবলীগ জামায়াতের সর্বোচ্চ জমায়েত বিশ্ব ইজেতমা। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে প্রতি বছরই টঙ্গির তুরাগ নদীর তীরে জড়ো হন দেশী-বিদেশী লাখো মুসল্লি।
আগামী ১৩ জানুয়ারি শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বকে ঘিরে তুরাগ তীরে চলছে তাবু স্থাপন, বিদ্যুত সংযোগ, অযু-গোসল ও টয়লেটের ব্যবস্থাসহ নানা প্রস্তুতি। ইতিমধ্যে প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে বলে জানান সেচ্ছাসেবী ও মুসল্লীরা।