এক বছর তিন মাস পর ১৪ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
- আপডেট সময় : ০৩:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্য সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এক বছর তিন মাস পর ১৪ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বৈঠক হবে। আওয়ামী লীগ ও জোটের শরিক নেতারা মনে করেন, আগামী নির্বাচন কেন্দ্র করে বড় ধরণের সংকট তৈরির আশঙ্কা রয়েছে। রাজপথের প্রধান বিরোধী প্রতিপক্ষ বিএনপি সরকারের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু করেছে। দলটি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। শুধু নির্বাচন বর্জনই নয়, ভোট হতে দেবে না বলেও তারা বদ্ধ পরিকর।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা তিন মেয়াদের সরকারে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে টানা পোড়েন চলছে। বিভিন্ন সময় শরিক কিছু দলের সঙ্গেও আওয়ামী লীগের মতানৈক্য দেখা যায়। এ পরিস্থিতিতে ১৪ দলের সঙ্গে শেখ হাসিনার বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।