১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ফাঁকা রাজধানী
- আপডেট সময় : ০৭:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধের প্রথমদিন অনেকটা ফাঁকা রাজধানী ঢাকা। রিক্সা ছাড়া সাধারণ মানুষের চলাচলের আর কোন যানবাহন ছিল না নগরীতে।এর মধ্যে গ্রাম থেকে ঢাকায় ফিরে চরম বিপাকে পড়েছেন মানুষ। সদরঘাট থেকে গাজীপুর এবং গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত হেটে বাসায় ফিরতে হয়েছে তাদের। নির্দিষ্ট সময়ে লঞ্চ এবং বাস ঢাকায় প্রবেশ না করায় যাত্রীদের এমন ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানান তারা।
সকাল ছয়টা থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। প্রথমদিনে রাজধানী ছিলো ফাঁকা। নগরীতে একমাত্র যানবহন ছিলো রিক্সা। নগরীর মোড়ে মোড়ে ছিলো আইনশৃখলা বাহিনীর তল্লাশী। সেনাবাহিনীর পাশপাশি রাস্তায় ছিলো নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কঠোর বিধিনিষেধের মধ্যেও যারা রাস্তায় বের হয়েছেন তাদের গুনতে হয়েছে জরিমানা। কপালে জুটেছে মামলাও।
ভোর ছয়টা থেকে বিধিনিষেধ শুরু হওয়ায় ঈদ শেষে ঢাকায় ফিরে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সকাল বেলায় রাজধানীতে প্রবেশের পর পরিবহন না পেয়ে দীর্ঘ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। আবার পরিবহন না পেয়ে হেঁটেও বাসা-বাড়িতে ফেরেন অনেকে।
রাজধানীতে পৌঁছানোর আগেও পথেও ভোগান্তিতে পড়তে হয় বলেও জানান তারা।