১৪ বছর গণতন্ত্রের ধারায় থেকে মানুষের কল্যাণে কাজ করেছে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৮৬১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয়-আন্তর্জাতিক কোন চক্রান্তকেই ভয় পায় না আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ায় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গেলো ১৪ বছর গণতন্ত্রের ধারায় থেকে মানুষের কল্যাণে কাজ করেছে বর্তমান সরকার। শেখ হাসিনা বলেন, প্রত্যেক এমপি নিজ নিজ এলাকার তত্ত্বাবধানে থাকলেও ৩০০ আসনের মানুষের খোঁজ খবর তাঁকেই নিতে হয়। প্রধানমন্ত্রী প্রত্যাশা করছেন, আসন্ন নির্বাচনেও জনসমর্থন পাবে আওয়ামী লীগ।
মঙ্গলবার ঢাকা-ভাঙ্গা রেলের উদ্বোধন শেষে ঝটিকা সফরে টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের বাকি সদস্যরা। সেখানেই রাত্রিযাপন করেছেন শেখ হাসিনা। বুধবার সকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতো-বিনিময়ে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা।
সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, গেলো এক যুগেরও বেশি সময় ধরে গণতান্ত্রিক পরিবেশে ধারাবাহিক উন্নয়ন হয়েছে। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে আরো উন্নয়ন সম্ভব ছিল বলেও জানান তিনি। দেশি-বিদেশী কোন ষড়যন্ত্রকেই তিনি ও তাঁর দল ভয় পায় না বলেও জানান শেখ হাসিনা। আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।