‘১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মগ্রহণ করার ঘোষণাটি ছিল মিথ্যা-বানোয়াট’
- আপডেট সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
‘১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মগ্রহণ করার ঘোষণাটি ছিল মিথ্যা-বানোয়াট’ স্বীকার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার দিনে জন্মদিন ঘোষণা করা আর এই হত্যাকাণ্ডকে সমর্থন করা একই কথা। এতে হত্যাকারীদের উৎসাহিত করা হয়। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : ষড়যন্ত্র দেশে-বিদেশে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বঙ্গবন্ধু হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের বিচারে কমিশন গঠন করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। এতে অংশ নিয়ে আলোচকরা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে একটি শ্বেতপত্র প্রকাশের দাবী জানান।
জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : ষড়যন্ত্র দেশে-বিদেশে’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করার জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানান।
এ সময় বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিচারে কমিশন গঠন করারও আহবান জানান তথ্যমন্ত্রী। আলোচনায় ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত দেশ-বিদেশী ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বিশিষ্টজনরা। এতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে দেশের রাজনৈতিক, প্রশাসনিক, কূটনৈতিক ব্যর্থতার কারণে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।