১৫ আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
১৫ আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে একথা জানান তিনি । এ সময় ওবায়দুল কাদের জানান, বিদেশে পালাতক চিহ্নিত দুই খুনিসহ পাঁচ খুনিকেই দেশে এনে ফাঁসির রায় কার্যকর করা প্রচেষ্টা রয়েছে।এই দিনে যারা ভুয়া জন্মদিন পালন করতেন তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, এ বছর তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলেই কর্মসূচি বাতিল করে জাতিকে স্বস্তি দিয়েছেন।