১৫ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কার্যালয় বন্ধ করে দিয়েছে রাশিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
‘আইন লঙ্ঘনের’ অভিযোগে দেশটিতে অবস্থানরত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ ১৫ মানবাধিকার সংস্থার কার্যালয় বন্ধ করে দিয়েছে রাশিয়া।
এর আগে ৭ এপ্রিল জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার নিউ ইয়র্কে আয়োজিত সাধারণ অধিবেশনে ভোটে রাশিয়াকে বরখাস্ত করে জাতিসংঘ। শুক্রবার বিচার বিভাগ সংক্রান্ত মন্ত্রণালয় জানায়, যেসব মানবাধিকার সংস্থা রুশ আইন লঙ্ঘন করেছে, রাশিয়ায় সেসব সংস্থার কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। তবে, এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, যদি তারা মনে করে মস্কোতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কার্যালয় বন্ধ করে তারা মানবাধিকার বিষয়ে তথ্য প্রকাশ করা বন্ধ করবে, তবে সেটা ভুল হবে।