১৫ দিনের মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ও গাজীপুরের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ
- আপডেট সময় : ০৭:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ঢাকার বায়ূদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এখন আর ঘুমিয়ে থাকা চলবে না, নিতে কার্যকর ব্যবস্থা। এমন হুঁশিয়ারি দিয়ে ঢাকা ও এর আশেপাশের ৫ জেলার সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। ঢাকা ছাড়া বাকি জেলাগুলো হলো, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর। আদেশ কার্যকর করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের ডিজিকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয় উচ্চ আদালত।
এভাবেই প্রতিনিয়ত দূষণের শিকার হচ্ছে তিলোত্তমা ঢাকা।আর তাই বিশ্বজুড়ে ঢাকার নতুন পরিচয় হচ্ছে দূষণের নগরী।
এমন বাস্তবতায়, দূষণরোধে নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
উচ্চ আদালতের শুনানিতে জানা যায়, ঢাকার বায়ু দূষণের নেপথ্যে আশেপাশের জেলাগুলোর অবৈধ ইটভাটার গুরুত্বপূর্ণ ভূমিকা। জেলা প্রশাসকরা জানান, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় রয়েছে ৩২৩টি অবৈধ ইটভাটার। তবে আদালতের কাছে ৩০৮টি অবৈধ ইটভাটার তথ্য জমা দিয়েছে পরিবেশ অধিদফতর।
শুনানি শেষে ১৫ দিনের মধ্যে সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার আদেশ দেয় হাইকোর্ট।
একই সঙ্গে দূষণ রোধে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয় উচ্চ আদালত।
আদেশ তামিল করে সংশ্লিষ্টদের প্রতিবেদন দাখিল করতে হবে বলেও জানিয়ে দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ।