১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে অং সান সু চি
- আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’কে। এদিকে, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
অং সান সু চির বিরুদ্ধে একাধিক অভিযোগ গঠন করেছে মিয়ানমারের সামরিক সরকার। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আটক রাখা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সু চি’র বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন এবং অবৈধ যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।এদিকে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নিন্দা জানিয়েছে বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর সংস্থা জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে চীন ও রাশিয়ার আপত্তিতে মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ। এদিকে, দেশটির সামরিক নেতাদের উদ্দেশ্যে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘নির্বাচিত সরকারকে উৎখাত করে এভাবে ক্ষমতা দখল করা যায় না।’ ক্ষমতাদখলের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।