১৫ বছর ধরে সরকার বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ করছে : মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৭:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪২ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ির সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, ১৫ বছর ধরে সরকার বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ করছে। নেতাকর্মীরা আর সহ্য করতে পারছে না। সরকার পতনের দাবিতে জোরদার হচ্ছে আন্দোলন। ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন করছে বলে জানান মির্জা আব্বাস।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালিন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপার্সনের মুক্তির এক দফা দাবিতে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নেন স্থানী কমিটির সদস্য কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম বলেন, যতোই গ্রেফতার-নির্যাতন করেন, বিদেশীদের কাছে ধর্ণা দেন না কেন? শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে না।
স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, গুম খুন, নির্যাতন করে জনগনকে দাবিয়ে রাখা যাবে না। ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালবে । সমাবেশর প্রধান অতিথি ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো ডিসি এসপির চাকরি যাবে না। বিএনপি প্রতিহিংসা ও খুনের রাজনীতি করে না। সোমবার নয়াবাজারে মহানগর দক্ষিণ আর ২৯ সেপ্টেম্বর মহিলা দলের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহবান জানান বিএনপি নেতারা।