১৬ ডিসেম্বর, বাঙ্গালীর জাতির আত্মপরিচয়ের দিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
১৬ ডিসেম্বর। বাঙ্গালীর জাতির আত্মপরিচয়ের দিন। যে দিনটির জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ নয়টি মাস। পাকবাহিনীর নিলর্জ্জ আত্মসমর্পণ। যেটি কোটি বাঙ্গালীর হৃদয়ে সৃষ্টি করেছে উল্লাস। বিজয়ের বার্তা বয়ে এনেছে সেই রক্তিম লাল সূর্য।
ভোরের কুয়াশা ভেজা শিশির বিন্দু মাড়িয়ে উষার আলোয় উঁকি দিয়ে রক্তিম সূর্যটি জানান দিচ্ছে, আজ দিনটি বাঙ্গালীর। যে দিনটি বাঙ্গালীর আত্ম পরিচয়ের দিন। যে পরিচয় পেতে দিতে হয়েছে লাখো বাঙ্গালীর তাজা রক্ত। তাই তো তাদের ঋণ কোনদিন শোধ হবার নয়।
সেই মহাস্মরণীয় দিনের শ্রেষ্ঠ সন্তানরা বলছেন, ৯ মাসের সেই আত্মবলিদানে আজকের, গৌরবের লাল সুবজের পতাকা। বিজয়ের সূবর্ণজয়ন্তীতে এসে দেশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করছে বলে জানান এই বীর মুক্তিযোদ্ধা। বিজয়ের এই ফসল যুগেযুগে প্রতিটি মানুষের ঘরে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা এই রণাঙ্গনের সৈনিকের।