১৬টি উপজেলায় পাইলট কর্মসূচির আওতায় অ্যাপস’র মাধ্যমে ধান সংগ্রহ শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৯০ বার পড়া হয়েছে
প্রথম পর্যায়ে দেশের ১৬টি উপজেলায় পাইলট কর্মসূচির আওতায় অ্যাপস’র মাধ্যমে ধান সংগ্রহ শুরু হয়েছে। ধীরে ধীরে দেশের সকল উপজেলা থেকে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
নওগাঁ সদর উপজেলায় প্রথমবারের মতো ‘কৃষক অ্যাপস’র মাধ্যমে ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ। দুপুরে সদর খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় মন্ত্রী জানান, ধীরে ধীরে দেশের সকল উপজেলা থেকে অ্যাপসে’র মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ জি এম পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আল মামুনসহ অনেকে।