১৭ বছর পর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
দীর্ঘ বিরতির পর অবসনা, ১৭ বছর পর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় ইংল্যান্ড। সাত ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিত মুখোমুখি হবে দু’দল। করাচিতে ম্যাচ শুরু হবে রাত সারে ৮টায়।
সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তান সফর গিয়েছিল ইংলিশরা। গেল বছর অক্টোবরে ইংল্যান্ড দলের পাকিস্তান সফরের কথা ছিল। তবে নিরাপত্তা শংকায় সফররত নিউজিল্যান্ড দল সিরিজ শুরুর আগ মুহূর্তে দেশে ফিরে যাওয়ার পর ইংল্যান্ড তাদের নির্ধারিত সফরটি বাতিল করে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারলেও জয় দিয়ে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় ইংল্যান্ড। অন্যদিকে বিপর্যয় কাটিয়ে উঠতে চায় পাকিস্তানও। এশিয়া কাপের ফাইনালে হার, টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে বাইরের সমালোচনার জবাব দিতে চায় বাবরের দল। দু’দলের ২১ বারের দেখায় ১৪ জয়ে এগিয়ে ইংল্যান্ড।