১৯ মার্চ ১৯৭১।এদিন গাজীপুর থেকে সর্বপ্রথম শুরু হয়েছিল পাক-বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ
- আপডেট সময় : ০৮:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
১৯ মার্চ ১৯৭১। দেশের স্বাধীনতা ঘোষণার আগেই এদিন গাজীপুর থেকে সর্বপ্রথম শুরু হয়েছিল পাক-বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ।
ষড়যন্ত্রের নীল নকশা অনুযায়ী ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের কৌশলে নিরস্ত্র করার লক্ষ্যে ১৫ মার্চের মধ্যে বেঙ্গল রেজিমেন্টের রাইফেলগুলো সদর দফতরে জমা দেয়ার জন্য ঢাকা ব্রিগেড সদর থেকে নির্দেশ দেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে জনতা টঙ্গী, চৌরাস্তা ও মেশিন টুলস ফ্যাক্টরি সড়কের বিভিন্ন স্থানে ইট, গাছের ডুম, ঠেলাগাড়ী দিয়ে প্রায় ৪০ থেকে ৫০টি ব্যারিকেড তৈরি করে। ১৯৭১-এর এই দিনে মুক্তিসংগ্রাম পরিষদের নেতৃত্বে সকাল থেকেই হাতে হাতে লম্বা লাঠি, রামদা, কার্টুজ, বন্দুক, হকিস্টিক, তীর-ধনুক, বল্লম নিয়ে জয়দেবপুর বাজার বটতলায় জমায়েত হন। সেদিন বীর বাঙালির প্রতিরোধে দিশেহারা পাকিস্তানী বাহিনী এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে মারা যান মনু খলিফা ও কিশোর নেয়ামত। আহত হন ডা. ইউসুফ, সন্তোষ কুমার মল্লিক, শাহজাহানসহ আরো অনেকে।