১৯তম এশিয়ান গেমসে অংশ নিতে আজ চীন যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
১৯তম এশিয়া গেমসে অংশ নিতে আজ চীন যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। রাত ১২:৫০ মিনিটে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে তারা।
সকালে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। এসময় তিনি বলেন আমরা গর্বিত এশিয়ান গেমসে অংশ নিতে পেরে। এশিয়ান গেমসের মত বড় টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ এগুতে চায় দলের কোচ।
এছাড়া প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় টুর্নামেন্ট চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। এদিকে এত বড় পরিসরের টুর্নামেন্টে খেলা খেলোয়াড়রা নিজেদের প্রমান করার সুযোগ পাবে বলে মনে করেন দলের অধিনায়ক রহমত মিয়া। আগামী ১৯ সেপ্টম্বর মায়ানমারের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা।