১৯৭১’ এ ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
১৯৭১’ এ ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার,জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে খ.ম. মুরশীদ পরিচালিত মুক্তিযুদ্ধর প্রেক্ষাপট নিয়ে নির্মিতব্য ‘বাংলার দর্পণ’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শাজাহান খান আরও বলেন, বাঙ্গালি নৌ-কমান্ডরা ১৯৭১ সালের ১৫ আগস্টে দেশের খুলনা, মংলা, চট্টগ্রাম ও চাঁদপুর এই ৪ নৌবন্দরে একযোগে পাক সেনাদের ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়। এই অপারেশনের নাম ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেই অপারেশনে একজন বাংগালীও মারা যায়নি। মুক্তিযুদ্ধের এই অজানা ইতিহাস জানাতেই নির্মিত হচ্ছ ‘অপারেশন জ্যাকপট’। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে।