১৯৭১ সালের এইদিনে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়
- আপডেট সময় : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
আজ ১০ এপ্রিল। ১৯৭১ সালের এইদিনে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। রচিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র। মুক্তির নেশায় তখন রণাঙ্গনে সশস্ত্র বীর বাঙ্গালীকে আরো সুসংগঠিত করা এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করা অপরিহার্য হয়ে পড়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন করাগারে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের চেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সহায়তায় ১০ই এপ্রিল কারাবন্দী শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পরদিন ১১ এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জানানো হয় ওই সরকার গঠনের খবর। পাকিস্তানের বিরুদ্ধে বাংলার মুক্তির সংগ্রামের বৈশ্বিক স্বীকৃতি আদায় করতে স্বাধীনতার ঘোষণাপত্রও রচিত হয় ১৯৭১-এর এদিনে।