২ জুন আসছে দীঘির ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’
- আপডেট সময় : ১২:১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৮৮৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন। এরই মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্র দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। প্রথম চলচ্চিত্র দিয়েই চলে আসেন আলোচনায়।
নতুন খবর হচ্ছে, এবার প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। এই ওয়েব ফিল্মটির নাম ‘শেষ চিঠি’। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইয়াশ রোহান। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সুমন ধর।
ওয়েব ফিল্মে দীঘির চরিত্রটির নাম তুলি। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলন, হিন্দোল রায়, মিলি মুন্সী। জানা গেছে, ২ জুন দেশিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ওয়েব ফিল্মের টিজার প্রকাশ পেয়েছে।
‘শেষ চিঠি’ নিয়ে দীঘি বলেন, ‘এই মুহূর্তে আমি চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজ করার। ‘শেষ চিঠি’ কাজটি তেমনই। গল্পটি আমার খুব কাছেও পছন্দের। এই কাজটি দিয়ে ওয়েবে আমার ডেবিউ হচ্ছে। আমার বিশ্বাস, দর্শক ভালোবাসা দিয়ে গ্রহণ করবে।’
এ প্রসঙ্গে নির্মাতা সুমন ধর বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভিন্ন ধর্মী কনটেন্ট দেখার জন্য আমাদের দেশিয় দর্শকও ওটিটিতে ঝুঁকছেন। ‘শেষ চিঠি’র মাধ্যমে চেষ্টা করেছি দর্শকদের নতুন গল্প উপহার দেয়ার।’