২ হাজার ৫শ শিক্ষককে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
১৩ তম নিবন্ধনধারী ২ হাজার ৫শ শিক্ষককে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আদালতের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশও দেয় উচ্চ আদালত। বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজীবের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালে ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়। ৩ ধাপে পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হলেও নিয়োগ দেয়া হয়নি। পরে সংক্ষুদ্ধ শিক্ষকরা হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে তাদের নিয়োগ দেয়ার নির্দেশনা দিয়ে এই রায় দেয় উচ্চ আদালত।