২য় দিনের মতো সারাদেশে পণ্যবাহী ট্রাক ও যাত্রিবাহী বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন
- আপডেট সময় : ১২:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
২য় দিনের মতো সারাদেশে পণ্যবাহী ট্রাক ও যাত্রিবাহী বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
জ্বালানি তেল কেরোসিন ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বগুড়ায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে। পরিবহন মালিক-শ্রমিক যৌথভাবে এ কর্মসূচি পালন করছে।
একই দাবিতে ২য় দিনের মতো জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চুয়াডাঙ্গায় চলছে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে পড়েছে।
সারাদেশের মত দিনাজপুরেও দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে জেলার ২৬ টি রুটের যান চলাচল সহ আন্তঃজেলা রুট এর সকল পরিবহন।
দক্ষিন-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে যাত্রীবাহী বাসগুলো টানা দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে। এতে নৌ-রুটে যাত্রীরা পড়েছেন চরম দূর্ভোগ ও ভোগান্তিতে।
ধর্ম ঘটের ২য় দিন বেনাপোল স্থল বন্দরে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। তবে বন্দর এলাকা থেকে ছেড়ে যাইনি দুর পাল্লার কোন পরিবহন। ধর্মঘাটের ফলে ভোগান্তিতে পড়েছে পাসপোর্ট যাত্রীরা।