২০ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সার্বজনীন দুর্গোৎসব
- আপডেট সময় : ০৫:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
এদিকে, দেশের দ্বিতীয় বৃহত্তম দুর্গোৎসবের আয়োজন করা হয় দিনাজপুরে। এরইমধ্যে জেলার ১৩ উপজেলায় শেষ হয়েছে মন্ডপ তৈরির কাজ। এবার শুরু হবে প্রতিমায় রং তুলির কাজ। সার্বজনীন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আয়োজকদের সাথে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন।
জেলায় আবেগী অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। ২০ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সার্বজনীন দুর্গোৎসব। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করেছে মৃৎশিল্প কারিগররা। প্রতিমাগুলোকে স্বর্গীয় রুপ দিতে দিনরাত পরিশ্রম করছেন তারা।
মৃৎশিল্পীরা জানালেন, নিত্য নতুন মডেল এবং ইন্টারনেটের সহায়তায় নতুন আদলে প্রতিমা তৈরি করা হচ্ছে।
আয়োজকরা জানালেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই জেলায় এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে শারদীয় দুর্গোৎসব। পতন হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অসুরের।
জেলা পূজা উদযাপন পরিষদের নেতা বলেন, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে কাজ করছে স্থানীয় প্রশাসন।
জেলার ১৩ উপজেলায় এবার ১ হাজার ২৮২টি পূজা মন্ডপে সার্বজনীন দুর্গোৎসব উদযাপন করা হবে।