২০ হাজার প্রার্থীদের সহকারি শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্যানেলভুক্ত করার দাবী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
২০১৪ সালের ২০ হাজার প্রার্থীদের সহকারি শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্যানেলভুক্ত করার দাবী জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশী কেন্দ্রীয় কমিটি ।
দুপুরে রাজধানীর রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবী জানান সংগঠনটির শীর্ষ নেতারা। এসময় বক্তারা জানান, শুধু শিক্ষক সংকট নয়, বেকারত্ব দূর করার জন্যই এই দাবী পুরণ করা উচিত। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা অভিযোগ করেন ২০১৪ সালে স্থগিত, নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৯ হাজার ৭শ ৮৮ প্রার্থী আজ বেকারত্বের অভিশাপে দিন পার করছে। তবে দাবি না মানলে পর্বতীতে জেলায় জেলায় আন্দোলনের কর্মসুচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।