২০০৫ সালে আলোচিত জেএমবি’র সিরিজ বোমা হামলার সাড়ে ১৪ বছর পর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত
- আপডেট সময় : ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে ২০০৫ সালে আলোচিত জেএমবি’র সিরিজ বোমা হামলার সাড়ে ১৪ বছর পর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত
দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক শেখ মোহাম্মদ তোফায়েল হাসান আসামি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আসম মোস্তাফিজুর রহমান মনু জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট পর পর পাঁচটি বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে ঝালকাঠি শহর। একই সময় বোমার বিস্ফোরণ ঘটে ঝালকাঠি জেলা জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, আইনজীবী সমিতি, সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পোস্ট্যান্ডেও। এ ঘটনায় ঝালকাঠি থানার তৎকালীন ওসি মোহাম্মদ সোহরাব আলী বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২২ অক্টোবর গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে এ রায় ঘোষণা করা হয়েছে।